“মুক্তিযুদ্ধের ভিন্ন দলিলপত্র" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
মুক্তিযুদ্ধ এক রৈখিক নয়। বহুমাত্রিক। কিন্তু, আমরা মুক্তিযুদ্ধকে কয়েকটি বিষয়ে সীমাবদ্ধ করে ফেলেছি যেমন, বিজয়, গণহত্যা, যুদ্ধ। কিন্তু এ ছাড়াতাে আছে মুক্তিযুদ্ধের শত্রুপক্ষ, বিদেশি ফ্রন্ট, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন-অসমর্থন, বিশ্বের সিভিল সমাজ, স্থানীয় বাহিনী প্রভৃতি। এ সব বিষয়ে গবেষণার জন্য দলিলপত্র যে নেই তা’নয়। এক্ষেত্রে সবাই স্বাধীনতার দলিলপত্রেরই উল্লেখ করবেন। কারণ, তা সরকার স্বীকৃত। এ প্রথাসিদ্ধ দলিলপত্র ছাড়াও নানা উপকরণ ব্যবহার করা যেতে পারে যার নাম আমি দিয়েছি ভিন্ন দলিলপত্র। আমি ঐ সব বিষয়ে কাজ করার জন্য বিভিন্ন রকমের সূত্র ব্যবহার করেছি।
প্রথম দিকে বাংলাদেশ সরকার প্রকাশিত ১৫ খণ্ড দলিলপত্রই ছিল আমাদের মূল ভিত্তি, এরপর উপাদানের বৈচিত্র্য বেড়েছে। ২০১১ সালে, বিভিন্ন ধরনের নথিপত্র নিয়ে প্রকাশ করি মুক্তিযুদ্ধের ছিন্ন দলিলপত্র। আপাতদৃষ্টিতে সেগুলাে উল্লেখযােগ্য মনে হতে না পারে, কিন্তু, একেবারে ফেলে দেওয়ার মতােও নয়। বিভিন্ন সংগ্রহ থেকে সেগুলাে সংগ্রহ করেছিলাম। এরকম অনেক নথিপত্র হারিয়ে গেছে। উদ্দেশ্য ছিল, মুক্তিযুদ্ধের বিভিন্ন বৈচিত্র্যময় দিক নিয়ে গবেষণায় উৎসাহ সৃষ্টি ও অপরিচিত দলিলপত্রের ব্যবহার। গ্রন্থটির কয়েকটি সংস্করণ প্রকাশিত হয়েছে, তাতে ধরে নিতে পারি, গবেষকরা নতুন বিষয়ে, নতুন উপাদান ব্যবহারে আগ্রহী হয়েছেন।
এরই ধারাবাহিকতায় প্রায় এক দশক পরে প্রকাশিত হলাে মুক্তিযুদ্ধের ভিন্ন দলিলপত্র। এমন আহমরি কিছু নয়। কিন্তু, এসব দলিলপত্র’ পড়ে হয়ত নতুন কোনাে গবেষক উৎসাহিত হতে পারেন নতুন কোনাে বিষয় নিয়ে গবেষণায়। বা তার চলমান গবেষণার জন্য পেতে পারেন প্রয়ােজনীয় সূত্র। এসব বিবেচনায়ই গ্রন্থটি প্রকাশিত হলাে।
1 Review(s) for মুক্তিযুদ্ধের ভিন্ন দলিলপত্র
Safayet Islam Apr 28, 2024
Many many thanks for giving me best book. According to the price the book is fantastic and it's paper so good 😊