হযরত খাজা বাবা মঈনুদ্দীন চিশতি রাহমাতুল্লাহে আলাইহে সুফিদের বাদশা ও তরিকত জগতের শিরোমণি। বিশ্বপ্রসিদ্ধ আউলিয়া ও ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার ও সকল মানব-মণ্ডলীর জন্য অনুকুল মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম দিশারী। তিনি নবী ও আহলে বাইতের মনোনীত রূহানী জগতের সম্রাট ও প্রেমিককুলের শিরোমণিরূপে হেদায়াতের কাণ্ডারী ও সকল মানব-মণ্ডলীর তথা মানবতার মুক্তির দিশারী হিসেবে সমগ্র ভারতবর্ষে আগমন করেন। তাঁর উপাধি গরীবে নেওয়াজ ও সুলতানুল হিন্দ তথা হিন্দুস্তানের বাদশা। দুনিয়ার ইতিহাসে জীবন্ত কিংবদন্তি অলৌকিক ক্ষমতাসম্পন্ন আউলিয়াদের মধ্যে শীর্ষস্থানীয় হলেন হযরত খাজা মঈনুদ্দীন চিশতি রাহমাতুল্লাহে আলাইহে। তাঁর পিতৃ প্রদত্ত নাম মঈনুদ্দীন, খাজা তাঁর লকব এবং চিশতি তাঁর তরিকতের নাম। তিনি ১১৪২ খ্রিস্টাব্দ বা ৫৩৬ হিজরী সনে সানযার নামক (ইরান) স্থানে এক সম্ভ্রান্ত মুসলিম ধনী বনিক পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সৈয়দ খাজা গিয়াসুদ্দীন রাহমাতুল্লাহে আলাইহে একজন মহান বুজুর্গ ও কামিল অলী ছিলেন। তিনি পিতৃকুল ও মাতৃকুল উভয় দিক থেকেই আল-হাসানী ওয়াল হুসাইনী সৈয়দ খান্দানভুক্ত। মুসলিম দুনিয়ার ইতিহাসে খাজা মঈনুদ্দীন চিশতির ন্যায় প্রভাবশালী ও অলৌকিক ক্ষমতাসম্পন্ন আউলিয়া কেবল গাউসে পাক হযরত আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহে আলাইহে ছাড়া আর কাউকে দেখা যায় না। কিন্তু ব্যাপক সংখ্যাধিক্যে ইসলাম প্রচারের ইতিহাসে খাজা মঈনু্দ্দীন চিশতি বিশ্বের অদ্বিতীয় মহান আউলিয়া হিসেবে সুপ্রসিদ্ধ। তিনি প্রথম হজব্রত পালন করতে মদিনায় গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারকে গিয়ে বললেন, ‘আস সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ’, ওহে আল্লাহর রাসূল , আপনার প্রতি সালাম।’ অমনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা মোবারক থেকে সরাসরি তাঁর হাত মোবারক বের করে সালামের জবাব দেন, ‘ওয়া আলাইকুমুস সালামু ইয়া সাইয়্যেদিল উম্মাতি’ ‘ওহে আমার উম্মতের প্রতিনিধি, তোমার প্রতিও আমার সালাম।সেখান থেকেই প্রিয় রাসূলের সরাসরি নির্দেশেই তিনি হিন্দুস্তানে আগমন করেছিলেন। এই বইটিতে খাজা বাবার সকল আশেকগণ তাদের আত্মার খোরাকের সন্ধান পাবেন বলে আমার বিশ্বাস।
| Title | চিরন্তন হযরত খাজা মঈনুদ্দীন চিশতি (রা.) | 
| Author | অনন্ত মৈত্রী,Ananta Maitri | 
| Publisher | রোদেলা প্রকাশনী | 
| ISBN | 9789849108528 | 
| Edition | 1st published, 2022 | 
| Number of Pages | 367 | 
| Country | Bangladesh | 
| Language | Bengali, | 
 
                                                     
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                     
                                                            






0 Review(s) for চিরন্তন হযরত খাজা মঈনুদ্দীন চিশতি (রা.)