ফরিদপুর জেলায় কবি জসীমউদদীনের জন্ম ১৯০৩ সালে ১ জানুয়ারি। তিনি যখন দশম শ্রেণির ছাত্র সেই সময় রচনা করেন বিখ্যাত 'কবর' কবিতা। কবিতাটি শুরু হয়েছে আশ্চর্য এক মর্মস্পর্শী আবেগ নিয়ে এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে। তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। অতটুকু তারে ঘরে এনেছিনু, পুতুলের মত মুখ। পুতুলের বিয়ে ভেঙ্গে যেতো বলে কেঁদে ভাসাইত বুক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্যের রামতনু লাহিড়ী অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেন বাংলা লোকগীতি ও লোকসাহিত্য সংগ্রহ ও গবেষণার কাজে তরুণ জসীমউদদীনকে নিযুক্ত করেছিলেন। দীনেশচন্দ্র জসীমউদদীনের কবিতার বিশেষ অনুরাগী ছিলেন। ১৯২৯ সালে 'নকশীকাঁথার মাঠ'জসীমউদদীনের কবিতা-কাহিনীর বই প্রকাশের সঙ্গে সঙ্গেই বাংলা কাব্য অঙ্গনে সাড়া তোলে। এই কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ প্রকাশিত হলে বিদেশেও তাঁর নাম ছড়িয়ে পড়ে। অবনীন্দ্রনাথ এ কাব্যগ্রন্থের ভূমিকায় লিখেছিলেন, "শহরবাসীদের কাছে এই একখানি সুন্দর কাঁথার মতো করে বোনা লেখার কতটা আদর হবে জানি না আমি এটিকে আদরের চোখে দেখেছি। কেননা এই লেখার মধ্যে দিয়ে বাংলা পল্লীজীবন আমার কাছে চমৎকার মাধুর্যময় ছবির মতো দেখা দিয়েছে।" এ কাব্যগ্রন্থের সুবাদে মাত্র ছাব্বিশ বছর বয়সেই জসীমউদদীন দেশজোড়া খ্যাতি লাভ করেন। সেই সময়ে রবীন্দ্রনাথ ও নজরুলের দীপ্তিতে উজ্জ্বল বাংলার কবিতার অঙ্গন। তারই মধ্যে নতুন ভাষা ও নতুন ভাবের জন্য জসীমউদদীনের কবিতা তার নিজস্ব স্থান করে নিতে সক্ষম হলো।
| Title | বাঙালির বিশ্ব পরিচয়ে শ্রেষ্ঠ ২০ বাঙালি | 
| Author | মোস্তাক আহ্মাদ (Mostak Ahmad) | 
| Publisher | সম্প্রীতি প্রকাশ | 
| ISBN | 9789849546849 | 
| Edition | |
| Number of Pages | |
| Country | Bangladesh | 
| Language | Bengali, | 
 
                                                     
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                     
                                                            






0 Review(s) for বাঙালির বিশ্ব পরিচয়ে শ্রেষ্ঠ ২০ বাঙালি