রমাদান মাস চলছে । বছরের শ্রেষ্ঠ মাস। জান্নাতি ব্যক্তিদের খাতায় নিজের নাম উঠানোর মাস। তোমরা অনেকেই রমাদানের সাওম থাকতে ভয় পাও। ভাবো যে, পড়াশোনার ক্ষতি হবে বা শুকিয়ে কাঠ হয়ে যাবে। এটা একদম ভুল ধারণা। সাওম থাকলে যদি তোমার পড়াশোনার ক্ষতি হতো বা তোমার শরীরের ক্ষতি হতো, তাহলে আল্লাহ কখনোই সাওমকে ফরয করতেন না। আল্লাহর ওপর ভরসা করে সবগুলো সাওম রাখো। আল্লাহ বারাকাহ দেবেন ইনশাআল্লাহ। আর বলে ফেলি এই ফাঁকে কীভাবে মোটা হওয়া যায়, তা নিয়ে একটা লেখা থাকছে এ সংখ্যাতে!
রমাদান উপলক্ষ্যে আমরা তোমাদের কিছু চ্যালেঞ্জ দিচ্ছি। তোমাদের বয়সটাই এখন এমন যে, যেকোনো কিছুর চ্যালেঞ্জ নিতে ভয় পাও না। অনেক চ্যালেঞ্জ নিয়েছ তুমি, স্কুল পালিয়ে খেলতে যাওয়া, গেইমের কোনো লেভেল পার করা বা বিপদজনক কোনো কিছু। আজ আমরা তোমাকে কিছু চ্যালেঞ্জ দিচ্ছি। এই চ্যালেঞ্জগুলো তোমাকে আল্লাহর নিকটবর্তী করবে। হয়তো তোমার জন্য ক্রয় করে ফেলবে জান্নাত। তবে বলে রাখছি চ্যালেঞ্জগুলো খুব একটা সহজ হবে না। অনেক চ্যালেঞ্জ তো নিয়েছ, এই চ্যালেঞ্জগুলো কি নেবে? আছে কি হিম্মত?
চাঁদ রাতেই ডিজে গান বাজিয়ে উদ্দাম নাচানাচি, পটকা-আতশবাজি ফুটিয়ে এলাকার সবাইকে ভীত-সন্ত্রস্ত করে রেখে যেন শুরু না হয় তোমার রমাদানের পরবর্তী সময়। রমাদানের আমলগুলো অব্যাহত রাখতে হবে রমাদানের পরের মাসগুলোতেও।
0 Review(s) for ষোলো তৃতীয় সংখ্যা (এপ্রিল-জুন ২০২২)